এভাবেই আমরা বাংলা চলচ্চিত্রের সাথে থাকি : বুবলী

এভাবেই আমরা বাংলা চলচ্চিত্রের সাথে থাকি : বুবলী

অনলাইন ডেস্ক

শুক্রবার সারা দেশে মুক্তি পেয়েছে শবনম বুবলীর নতুন চলচ্চিত্র  ‘চোখ’। শাপলা মিডিয়ার প্রযোজনায় এ সিনেমায় প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন নিরব হোসেন, শবনম বুবলী ও জিয়াউল রোশান।

এদিকে সিনেমাটি হলে মুক্তি পাবার পর আজ শনিবার বুবলী জানিয়েছেন, করোনা ও ডেঙ্গু সহ নানান প্রতিবন্ধকতার মধ্যে  যারা সিনেমা হলে ভীড় করছেন তাদের কে ধন্যবাদ জানিয়েছেন।

বুবলী তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভালোবাসার দর্শকদের যে তারা এই মহামারী করোনা , ডেঙ্গু সহ নানান প্রতিবন্ধকতা এড়িয়ে এতোদিন বন্ধ থাকা সিনেমা হল চালু করাতে নতুন মুক্তিপ্রাপ্ত সিনেমা “চোখ” দেখতে সিনেমা হলে ভীড় করছেন।

অনেক অনেক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা আপনাদের সবার প্রতি। এভাবেই আমরা বাংলা চলচ্চিত্রের সাথে থাকি, নিজেদের চলচ্চিত্রের সাথে থাকি ।

news24bd.tv

সিনেমাটি নিয়ে বুবলী সাংবাদিকদের বলেছিলেন, এটি ভালো গল্পের সিনেমা। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।

আরও পড়ুন:


বিএনপির আন্দোলনের হাতিয়ারে মরিচা ধরে গেছে: ওবায়দুল কাদের

নির্বাচন নির্বাচন খেলা আর হবে না: মির্জা ফখরুল

রোহিঙ্গাদের নেতা মুহিবুল্লাহ হত্যায় আরও দুইজন গ্রেপ্তার

প্রবাসীদের জন্য নতুন যে নির্দেশনা দিয়েছে সৌদি সরকার


২০১৬ সালে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরুর পর মুক্তিপ্রাপ্ত সব সিনেময় বুবলীর বিপরীতে দেখা গেছে শাকিব খানকে; এবারই প্রথম তাকে ছাড়া পর্দায় আসলেন বুবলী। সিনেমার চিত্রনাট্য লিখেছেন অনামিকা মণ্ডল।

news24bd.tv/আলী