সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০টি আসনও পাবে না: ফখরুল

Other

দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু হলে সেই ভোটে আওয়ামী লীগ ৩০টি আসনও পাবে না বলে মন্তব্য করেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।  

 ‘২০০১ সালের ১লা অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সর্বশেষ নিরপেক্ষ নির্বাচন’ শীর্ষক সভাটিতে ব্যাপক শোডাউন করে, বিএনপি নেতা-কর্মীরা।  

শনিবার রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘২০০১ সালের ১লা অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সর্বশেষ নিরপেক্ষ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভা রুপান্তরিত হয় সমাবেশে।

সহস্রাধিক নেতা–কর্মীর সরব উপস্থিতিতে দীর্ঘদিন পর ব্যাপক শোডাউন দেয় বিএনপি নেতা-কর্মীরা।  

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, দেশে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ ৩০টি আসনও পাবে না।

আরও পড়ুন:


বিএনপির আন্দোলনের হাতিয়ারে মরিচা ধরে গেছে: ওবায়দুল কাদের

নির্বাচন নির্বাচন খেলা আর হবে না: মির্জা ফখরুল

রোহিঙ্গাদের নেতা মুহিবুল্লাহ হত্যায় আরও দুইজন গ্রেপ্তার

প্রবাসীদের জন্য নতুন যে নির্দেশনা দিয়েছে সৌদি সরকার


আওয়ামী লীগের কোন জনসমর্থন নেই মন্তব্য করে স্থায়ী কমিটির নেতা মির্জা আব্বাস বলেন, বর্তমান সরকারের অধীনে যে কোনও ধরনের নির্বাচন কমিশন গঠন হোক বিএনপি তাতে অংশগ্রহণ করবে না।

খালেদা জিয়ার মুক্তি না হওয়ার দায় দলেরও আছে বলে স্বীকার করেন বিএনপি নেতারা।

এসময় তারা তৃণমূলকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।  

news24bd.tv নাজিম