তিন কলেজছাত্রী নিখোঁজের ঘটনায় পল্লবী থানায় মামলা, গ্রেপ্তার ৪

তিন কলেজছাত্রী নিখোঁজের ঘটনায় পল্লবী থানায় মামলা, গ্রেপ্তার ৪

অনলাইন ডেস্ক

তিন কলেজছাত্রীর টাকা, স্বর্ণালঙ্কার ও শিক্ষা সনদ নিয়ে উধাওয়ের ঘটনায় ৪ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রাজধানীর মিরপুরের পল্লবী থানায় মামলা করা হয়েছে। এই মামলায় আরও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

শনিবার (২ অক্টোবর) রাত ৯টার দিকে নিখোঁজ শিক্ষার্থী দিলখুশ জান্নাত নিশার বড় বোন অ্যাডভোকেট কাজী রওশন দিল আফরোজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম।

মামলার আসামিরা হলেন - মো. তরিকুল্লাহ (১৯), মো. রকিবুল্লাহ (২০), জিনিয়া ওরফে টিকটক জিনিয়া রোজ (১৮) ও শরফুদ্দিন আহম্মেদ অয়ন (১৮)।

মামলার এজাহারভুক্ত এই ৪ আসামিকে শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। পরে মামলা দায়েরের পর তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরও পড়ুন


হিলি বন্দরে পেঁয়াজের আমদানি স্বাভাবিক থাকলেও বাজারে দাম ঊর্ধ্বগতি

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে

রাজনীতির এক ভুলে হয়ে যায় সর্বনাশ

সূরা বাকারা: আয়াত ১০৮-১১২, ইহুদীদের অবাঞ্ছিত আশা ও শিক্ষা


পরিবারের দাবি, তাদেরকে প্রলোভন দেখিয়ে বিদেশে পাচারের জন্য বাসা থেকে টাকা ও গহনা নিয়ে বের হতে বলেছে একটি চক্র।

ফলে তিন ছাত্রীকে পাচারের শঙ্কার কথা জানিয়েছেন তারা।

এর আগে, বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টায় পরিবারের কাউকে কিছু না বলে তিন ছাত্রী নিজ নিজ বাসা থেকে বের হন। বের হওয়ার সময় সবাই বাসা থেকে কয়েক লাখ টাকা, গহনা, স্কুল সার্টিফিকেট ও দামি মোবাইল নিয়ে যান।

news24bd.tv এসএম

সম্পর্কিত খবর