আদালত চত্ত্বরে বোমা হামলা: বোমা মিজানের মৃত্যুদণ্ড, জাবেদের যাবজ্জীবন

আদালত চত্ত্বরে বোমা হামলা: বোমা মিজানের মৃত্যুদণ্ড, জাবেদের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম আদালত চত্ত্বরে পুলিশ চেক পোস্টে আত্মঘাতী বোমা হামলা মামলায় জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজানের মৃত্যুদণ্ড ও আরেকজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।  

আজ রোববার (৩ অক্টোবর) চট্টগ্রাম সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিম এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মনোরঞ্জন দাশ।

এসময় তিনি বলেন, জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আর আরেক আসামি জাবেদকে দুই লাখ টাকা জরিমানাসহ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। জরিমানার টাকা না দিলে আরও ২ বছর কারাবাস করতে হবে তাকে।

আরও পড়ুন


মধ্যরাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

সিন্ডিকেটের কারণে খাতুনগঞ্জে আবারো বেড়েছে পেঁয়াজের ঝাঁঝ

শাহরুখপুত্র আরিয়ানকে আটক করেছে এনসিবি

নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে


রায় ঘোষণার সময় জাবেদকে কারাগার থেকে আদালতে আনা হয়েছিল। আর জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজান পলাতক রয়েছেন।

 

চট্টগ্রাম আদালত ভবনের পুলিশ চেক পোস্টের সামনে ২০০৫ সালের ২৯ নভেম্বর সকালে বোমা হামলা চালায় জঙ্গিরা। এতে  ঘটনাস্থলে মারা যান পুলিশ কনস্টেবল রাজীব বড়ুয়া ও ফুটবলার শাহাবুদ্দীন। আহত হন পুলিশ কনস্টেবল আবু রায়হান, সামসুল কবির, রফিকুল ইসলাম, আবদুল মজিদসহ ১০ জন।

news24bd.tv এসএম

সম্পর্কিত খবর