পদ্মা নদীতে জেলের জালে ২৫ কেজির বাঘাইড় ধরা

পদ্মা নদীতে জেলের জালে ২৫ কেজির বাঘাইড় ধরা

অনলাইন ডেস্ক

পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ।  রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় আজ রোববার (৩ অক্টোবর) সকাল ৮টার দিকে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় জেলে রনজিত হালদারের জালে ধরা পড়ে মাছটি।

জেলে রনজিত হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটের পাশে মৎস্য আড়তে নিয়ে আসেন। সে সময় উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দাম দিয়ে স্থানীয় আড়তদার ও মাছ ব্যবসায়ী শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ প্রতি কেজি ১ হাজার ১০০ টাকা দরে মোট ২৭ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন।

আরও পড়ুন


দুই বান্ধবীকে ধর্ষণের পর হত্যা, দুই আসামির ফাঁসি সোমবার

প্রবাসীর সঙ্গে ইমোতে প্রেমের সম্পর্ক, দেশে ফিরেই ধর্ষণ!

নিজের শারীরিক জটিলতা নিয়ে মুখ খুললেন তামান্না

প্রযুক্তির ছোঁয়ায় ঘটকালি, পেশা হিসেবে নিচ্ছেন অনেকেই


মাছ ব্যবসায়ী শাহজাহান বলেন, অল্প লাভে মাছটি বিক্রির আশায় অপেক্ষা করছি।  

জেলা মৎস্য কর্মকর্তা রোকোনুজ্জামান জানান, বর্তমানে পদ্মায় বড় বাঘাইড়, চিতল, বোয়াল, কাতল, রুই, পাঙ্গাসসহ বিভিন্ন মাছ ধরা পড়ছে।   

news24bd.tv/ কামরুল