বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেতে যাচ্ছে রাশিয়ার স্পুটনিক ভি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেতে যাচ্ছে রাশিয়ার স্পুটনিক ভি

অনলাইন ডেস্ক

এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেতে যাচ্ছে রাশিয়ার স্পুটনিক ভি করোনা ভ্যাকসিন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, এরইমধ্যে ডব্লিউএইচওর নিবন্ধন পেতে সব বাধা দূর হয়েছে বলে শনিবার জানিয়েছেন রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো।

তিনি বলেন, ডব্লিউএইচওর চূড়ান্ত অনুমোদন পেতে এ নিয়ে কাজ করা প্রতিষ্ঠানটির মাত্র কয়েকটি নথিতে স্বাক্ষর বাকি রয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট আরও কিছু কাগজ জমা দিতে হবে।

যদিও এ ব্যপারে এখনও কোনো মন্তব্য করেনি ডব্লিউএইচও।


আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় আইপিএল নিয়ে জুয়া, ৩ জনের সাজা

চট্টগ্রাম আদালত এলাকায় বোমা হামলা মামলার রায় আজ

টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে আদালতে ট্রাম্প

যুবলীগ নেতার সঙ্গে ভিডিও ফাঁস! মামলা তুলে নিতে নারীকে হুমকি


এদিকে, ২৪ ঘন্টায় পূর্বদিনের চেয়ে বিশ্বজুড়ে কমেছে করোনার সংক্রমণ ও মৃত্যু। একদিনে ৩ লাখ ৫১ হাজারের বেশি আক্রান্ত ও ৫ হাজার ৭০৪ জনের প্রাণহানি হয়েছে বিশ্বজুড়ে। একদিনের হিসেবে আবারও সর্বোচ্চ ৪৬ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে।

অন্যদিকে সর্বোচ্চ ৮৮৬ জনের প্রাণহানি হয়েছে রাশিয়ায়। যুক্তরাজ্য ও ভারতে যথাক্রমে ৩০ হাজার ও ২৩ হাজারের বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে।

news24bd.tv/এমি-জান্নাত