গর্ভপাতের অধিকারের দাবিতে মিছিল

গর্ভপাতের অধিকারের দাবিতে মিছিল

অনলাইন ডেস্ক

গর্ভপাতের অধিকারের দাবিতে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মিছিল করেছে হাজার হাজার মানুষ। দেশটির টেক্সাস অঙ্গরাজ্যে গর্ভপাত নিষিদ্ধ করে নতুন করে যে আইন করা হয়েছে, মিছিল থেকে সেটির বিরোধিতা করে স্লোগান দেওয়া হয়।

বিবিসি জানায়, গতকাল শনিবার দেশব্যাপী এই আন্দোলনে ১০ হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করেছে। গর্ভপাতের সমর্থকরা দাবী, তাদের সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়া হবে।


আরও পড়ুন

কাতারে জিততে পারেনি কোনো নারী প্রার্থী

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেতে যাচ্ছে রাশিয়ার স্পুটনিক ভি

ব্রাহ্মণবাড়িয়ায় আইপিএল নিয়ে জুয়া, ৩ জনের সাজা

চট্টগ্রাম আদালত এলাকায় বোমা হামলা মামলার রায় আজ


আগামী কয়েক মাসে দেশটির সুপ্রিম কোর্টে গর্ভপাতের বৈধতা দেওয়া ১৯৭৩ সালের একটি আইনের ওপর শুনানি হবে। ওই আইনে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর ঠিক এর আগ মুহূর্তে দেশটির হাজার হাজার মানুষ গর্ভপাতের বৈধতার দাবিতে রাস্তায় নামলো।

রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত সুপ্রিম কোর্ট ঘিরে আন্দোলনকারীরা গর্ভপাত সমর্থন করেন না, এমন একটি অংশ তাদের বাধা দেয়।

news24bd.tv/এমি-জান্নাত