বগুড়ায় একই জমিতে বিভিন্ন ধরনের ফসল চাষে সাফল্য

Other

বগুড়ায় একই জমিতে একাধিক ফসল চাষ করছেন এক কৃষক। বেশ লাভবানও হচ্ছেন তিনি। আর এতে অনেকেই উদ্বুদ্ধ হচ্ছেন মিশ্র ফসল চাষে। স্বল্প খরচ আর কম পরিশ্রমে ভালো ফলন পেয়ে খুশি কৃষকরা।

দুই বিঘা জমিতে বিভিন্ন ধরনের ফসল চাষ করেন বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের কৃষি উদ্যোক্তা আহসানুল কবির ডালিম। এই জমিতে ৫’শ টকমিষ্টি বড়ই গাছের সাথে করলা, সিম, মরিচসহ বিভিন্ন সবজি চাষ করেছেন তিনি।  

জমির আইলে ২শ’র বেশি কলা গাছ, লেবু এবং পেপেসহ ছায়াযুক্ত স্থানে ৩’শ বস্তায় আদা গাছ লাগান তিনি। এতে বেশ সফল ডালিম।

আরও পড়ুন


গাজীপুর সিটি করপোরেশনের মেয়রকে আ.লীগের শোকজ

কুষ্টিয়ার খোকসায় প্রতিমা ভাঙচুর

আদালত চত্ত্বরে বোমা হামলা: বোমা মিজানের মৃত্যুদণ্ড, জাবেদের যাবজ্জীবন

মধ্যরাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা


উঁচু ও পতিত জমিতে কম খরচে মালচিং পদ্ধতিতে জৈব সার ব্যবহার করে মিশ্র জাতের ফসল চাষ করা হয়।

সোয়া লাখ টাকা খরচ করে ৫ লাখ টাকারও বেশি ফসল বিক্রি হতে পারে গোটা বছর জুড়ে, জানান কৃষকরা। জমির সর্বোচ্চ ব্যবহারের লক্ষ্যে একই জমিতে বিভিন্ন ধরনের ফসল ফলানো হচ্ছে।

একটি ফসলের উপর নির্ভর না করে অনেকগুলো ফসল চাষ হওয়ায় নিয়মিতভাবে ফসল বিক্রি করা যায়, বললেন তরুন এই কৃষি উদ্যোক্তা।

অনেক চাষিই একাজে আগ্রহী হওয়ায় চাষের জমি আরও বাড়বে বলে আশা কৃষি কর্মকর্তার।

বগুড়া জেলায় ২ মৌসুমে ১৮ হাজার হেক্টর জমিতে ৪০ প্রকার সবজি চাষ হয়। এর মধ্যে ২ হাজার ২শ হেক্টর জমিতে মিশ্র জাতের ফসল চাষ হচ্ছে।

news24bd.tv/ কামরুল