যুক্তরাজ্যে জ্বালানি সংকট মোকাবেলায় বিনামূল্যে কাজ করবে আলবেনিয়ানরা

যুক্তরাজ্যে জ্বালানি সংকট মোকাবেলায় বিনামূল্যে কাজ করবে আলবেনিয়ানরা

অনলাইন ডেস্ক

একদিকে আলবেনিয়া বলেছে, যুক্তরাজ্যে তার হাজার হাজার অভিবাসী পেট্রল সংকট মোকাবেলায় সাহায্য করার জন্য jfu করবে।

অন্যদিকে যুক্তরাজ্যে আলবেনিয়ার রাষ্ট্রদূত কিরজাকো কিরকো দ্য গার্ডিয়ানকে বলেছেন: আপনার সরকার চাইলে আমরা দ্রুত ভালো নির্ভরযোগ্য ড্রাইভার দিতে পারি। যেটা হতে পারে ৫ হাজার।


তিনি দাবি করেন যে যুক্তরাজ্যে বসবাসকারী আনুমানিক ১,৫০০০০ আলবেনিয়ানদের অনেকেই তাদের ব্রিটিশ হোস্টদের প্রতি কৃতজ্ঞতার সাথে কাজ করবে।

যেহেতু উল্লেখযোগ্য সংখ্যক অলিখিত, তাই কতজন যোগ্য  ড্রাইভার তা জানা অসম্ভব।

কিন্তু কিরকো বলেন, তিনি বিশ্বাস করেন যে ব্রিটেনের অনেক আলবেনিয়ানই ট্রাক চালক যারা ১০০০০০ পর্যন্ত ঘাটতি পূরণ করতে সাহায্য করতে পারে।

তিনি আরও বলেন, আলবেনিয়ানরা বিনা মূল্যে এই সমস্যা কাটিয়ে উঠতে ব্রিটিশ সরকারের পক্ষে কাজ করতে প্রস্তুত। আমি জানি না তাদের সঠিক লাইসেন্স আছে কি না, কিন্তু যদি তারা করে তবে আমি নিশ্চিত যে এখানে সবাই সাহায্য করতে চাইবে।


আরও পড়ুন

কেবিন ক্রুদের টাইট পোশাক বাতিল

গর্ভপাতের অধিকারের দাবিতে মিছিল

কাতারে জিততে পারেনি কোনো নারী প্রার্থী

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেতে যাচ্ছে রাশিয়ার স্পুটনিক ভি


কিরকো শত শত জাতিগত আলবেনিয়ানদের বাঁচানোর জন্য কসোভোতে ১৯৯৯ সালের ন্যাটো হস্তক্ষেপের কথা উল্লেখ করে বলেন, যুক্তরাজ্যের আলবেনিয়ানরা এই দেশের জন্য বিনা মূল্যে কাজ করবে কারণ এই দেশ তাদের জন্য যা করেছে তাতে আমরা সরকারের কাছে চিরকৃতজ্ঞ। এই দেশের সেনাবাহিনী, কসোভোতে আমাদের ভাইদের জন্য যা করেছে তার জন্যও আমরা কৃতজ্ঞ।

news24bd.tv/এমি-জান্নাত