দর্শনায় হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকাবাইচ

Other

চুয়াডাঙ্গার দর্শনায় হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। এ প্রতিযোগিতা উপভোগ করতে মাথাভাঙ্গা নদীর দুইপাড় এবং মেমনগর সেতুর ওপর একত্রিত হয় হাজারো মানুষ।

প্রায় ২০ বছর ধরে দর্শনার পারকৃষ্ণপুর গ্রাম সংলগ্ন মাথাভাঙ্গা নদীতে ভিমখালী ঘাট থেকে মেমনগর ব্রিজ পর্যন্ত এক কিরেঅমিটার দূরত্বে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।

দর্শনার্থীরা জানায়, সুস্থ বিনোদনের অভাবোধের কারণেই নৌকাবাইচ দেখতে নদীর পাড় ঘেষে মানুষের ভিড়।

তাছাড়া দীর্ঘদিন মানুষ গৃহবন্দি অবস্থায় ছিলো। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় মানুষের এই ঢল।

আরও পড়ুন:


কাল জাতিসংঘ অধিবেশন ও সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী

গাজীপুর সিটি করপোরেশনের মেয়রকে আ.লীগের শোকজ

মেট্রোরেলে চাকরির সুযোগ

আগামী ৮ অক্টোবর মুক্তি পাচ্ছে পদ্মাপুরাণ


ঐতিহ্যবাহী নৌকাবাইচকে ধরে রাখতে পারকৃষ্ণপুর গ্রামবাসী নিয়মিতভাবে এই নৌাবাইচের আয়োজন করে থাকে। আর তাই আশপাশের প্রায় কয়েক গ্রামের মানুষ বছরের এই সময়টির অপেক্ষায় থাকে।

এই প্রতিযোগিতায় পারকৃষ্ণপুর গ্রামের কৃষ্ণ হালদারের দল বিজয়ী হয়েছে। পরে পুরষ্কার তুলে দেয়া হয় বিজয়ীদের মাঝে।

news24bd.tv নাজিম