সাফ ফুটবলে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

Other

সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ সোমবার মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ, আসরের হট ফেভারিট ও সবচেয়ে সফল দল ভারত।

প্রথম ম্যাচের জয়ের ধারা অব্যাহত রাখাই দলের লক্ষ্য। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জানিয়েছেন কোচ অস্কার ব্রুজন।

এদিকে, বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না ভারত। দলটির কোচ জানিয়েছেন, খেলা হবে সমানে সমান। আজ বিকেল ৫ টায় মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।  

মালের হুনভেরু স্পোর্টস গ্রাউন্ডে তীব্র গরমে গতকাল রোববার সকালে সুনীল গুরপ্রীতদের অনুশীলন হয়।

ইগরের এই দলটায় ৬ জন আছেন অনূর্ধ্ব ২৩ দলের। সাথে অভিজ্ঞ সুনীল-গুরপ্রীতদের নিয়ে ব্যালেন্সড আর শক্তিশালী স্কোয়াড টিম ইন্ডিয়ার। ভারতের ফুটবলারদের শরীরি ভাষা যেমনই হোক না কেন, দিন শেষে বাংলাদেশকে শক্তিশালী প্রতিপক্ষ বলছেন ইগর স্টিমাচ।

এদিকে বাংলাদেশ দলের ফুটবলাররা বেশ ফুরফুরে। স্নায়ুর খেলায় চাপমুক্ত থেকে মাঠে নামার লক্ষ্য জামালদের। তবে একাদশে আসতে পারে দুই একটি পরিবর্তন। সোহেল রানার ফেরার সম্ভাবনা প্রবল।  

কোচ অস্কার ব্রুজন বলেন, 'আমি মনে করি আমার দলের জেতার সামর্থ্য আছে। একাদশ কেমন হবে, সেটি এখন বলা কঠিন। তবে ভারতের বিপক্ষে জিততে আমাদের সেরাটা দিতে হবে। তিন পয়েন্টের জন্যই মাঠে নামবো আমরা। '

ব্রুজন আরও বলেন, 'স্প্যানিশ অস্কারের বাংলাদেশের পাশাপাশি আছে, ভারতে, মালদ্বীপে  কাজ করার অভিজ্ঞতা। তাইতো, প্রতিপক্ষের ফুটবলারদের সম্পর্কে তার জানা শোনাটা বেশ। সুনীল, আলী আশফাক আর বাংলাদেশের জামাল। তিন দেশের তিন তারকাকেই আমি কাছ থেকে দেখেছি। সুনীল নিঃসন্দেহে বেশ উচু মানের ফুটবলার। তবে এটিও সত্য, তার দুর্বলতাগুলোও আমরা জানি। '

আরও পড়ুন:


দেশের যেসব এলাকায় আজও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

পরকীয়ার জেরে খুন হলেন স্বামী

রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকবে

তিউনিশিয়ায় প্রেসিডেন্টের সমর্থনে হাজারো মানুষের সমাবেশ


এদিকে ফুটবলার জামাল ভূঁইয়া বলেন, 'কাতারে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে হারের ক্ষত এই ভারতের বিপক্ষে। তার বিপরীত ফলাফল এই ম্যাচে প্রত্যাশা। সাফে আমাদের সুযোগ থাকছে। অবশ্যই আমরা জয়ের জন্য নামবো। ' 

news24bd.tv রিমু