ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় একজন ও উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে।  

করোনা আক্রান্তে মৃত ব্যক্তি হলেন, ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলার রহিমা খাতুন (৬৬)। এ ছাড়াও ময়মনসিংহ সদরের আবুল কাসেম ভূঁইয়া (৮২), তারাকান্দা উপজেলার হালিম (৪৫), কল্পনা (৩৫), ধোবাউড়া উপজেলার তামান্না (২৫), হালুয়াঘাট উপজেলার মাহবুব আলম (৬২), ভালুকা উপজেলার সুলতান আহমেদ (৭০) এবং জামালপুর ইসলামপুর উপজেলার মেশু মিস্ত্রি (৬৫) করোনা উপসর্গ নিয়ে মারা যান।

আরও পড়ুন:


সড়ক দুর্ঘটনায় মারা গেছে মহানবী (স.)-এর ব্যাঙ্গচিত্র আঁকা সেই শিল্পী

এই মাসেই দেশে ঘূর্ণিঝড় আসছে!

একাদশে ফিরেই কলকাতাকে জয় এনে দিল সাকিব

রাবির ভর্তি পরীক্ষা শুরু আজ, প্রতি আসনে লড়ছে ৩০ শিক্ষার্থী


আজ সোমবার (৪ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান।

ডা. মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১২ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৯৯ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ৪ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ৩২ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

জানা যায়, চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ১৩৮ জনের মৃত্যু হয়েছে।

গত জুলাই ও আগস্ট মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৯০১ জন মারা গেছেন।

news24bd.tv/ কামরুল