এ বছর চলন্ত ট্রেনে ১১০টি পাথর নিক্ষেপের ঘটনা

অনলাইন ডেস্ক

সরকারি হিসেবে ২০২১ সালেই এখন পর্যন্ত চলন্ত ট্রেনে ১১০টি পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে, যাতে আহত হয়েছেন ২৯ জন।

রোববার রাজধানীর রেলভবন সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন এই তথ্য জানান। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকে ভয়াবহ সমস্যা উল্লেখ করে মন্ত্রী বলেন, এই অপরাধ রুখতে কঠোর অবস্থানে আছে রেল কর্তৃপক্ষ।  

আরও পড়ুন:


সড়ক দুর্ঘটনায় মারা গেছে মহানবী (স.)-এর ব্যাঙ্গচিত্র আঁকা সেই শিল্পী

এই মাসেই দেশে ঘূর্ণিঝড় আসছে!

একাদশে ফিরেই কলকাতাকে জয় এনে দিল সাকিব

রাবির ভর্তি পরীক্ষা শুরু আজ, প্রতি আসনে লড়ছে ৩০ শিক্ষার্থী


এরই মধ্যে পাথর নিক্ষেপপ্রবণ এলাকা চিহ্নিত করা হয়েছে।

যেখানে, রেল পূর্বাঞ্চলের ৪ জেলার ৫টি ও পশ্চিমের ১০ জেলার ১৫টি এলাকা বিশেষ নজরদারিতে আনা হয়েছে। অপরাধিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথাও জানান মন্ত্রী।

news24bd.tv/ কামরুল