সুনামগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২১ উদ্বোধন

সুনামগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২১ উদ্বোধন

Other

'শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি' প্রতিপাদকে সামনে রেখে সুনামগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সুনামগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি আয়োজনে সোমবার সকালে সুনামগঞ্জ সার্কিট হাউসে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন:


সড়ক দুর্ঘটনায় মারা গেছে মহানবী (স.)-এর ব্যাঙ্গচিত্র আঁকা সেই শিল্পী

এই মাসেই দেশে ঘূর্ণিঝড় আসছে!

একাদশে ফিরেই কলকাতাকে জয় এনে দিল সাকিব

রাবির ভর্তি পরীক্ষা শুরু আজ, প্রতি আসনে লড়ছে ৩০ শিক্ষার্থী


এতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক বিজন কুমার সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতান কেয়া, বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুল মোমেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল বর্মন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের অধিকার সংরক্ষণের জন্য রাষ্ট্রের সকল পর্যায়ে আমরা কাজ করছি।

ছেলে মেয়ের বৈষম্য আগের মতো নেই। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে আগামী দিনের জন্য প্রস্তুত করতে শিক্ষিত করে গড়ে তুলতে হবে।

news24bd.tv/ কামরুল