ক্লিনফিড দেওয়া বিদেশি ২৪ চ্যানেল চালাতে বাধা নেই: তথ্যমন্ত্রী

ক্লিনফিড দেওয়া বিদেশি ২৪ চ্যানেল চালাতে বাধা নেই: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

ক্লিনফিড দেওয়া বিদেশি ২৪ চ্যানেল চালাতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।  

আজ দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) এর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, আমি জানতে পেরেছি বিদেশি যে সমস্ত চ্যানেল ক্লিনফিড দিচ্ছে, আমি গতকাল ১৭টি চ্যানেলের কথা বলেছিলাম। আসলে ১৭টি নয় ২৪টির বেশি চ্যানেল।

২৪টির বেশি চ্যানেল বাংলাদেশে ক্লিনফিড দেয়, সুতরাং এগুলো চালানোর ক্ষেত্রে কোনো বাধা নেই।

আরও পড়ুন:


এ মাসে ‘খুলছে’ সব শিক্ষা প্রতিষ্ঠান

শীর্ষ সাইবার সন্ত্রাসীদের ভয়ংকর অপতৎপরতা

হালদায় আবারও মৃত ডলফিন

বিএনপি এবার ভুল করবে না: মেজর হাফিজ


তিনি বলেন, আকাশ ডিটিএইচ এগুলো চালাচ্ছে। অন্যদেরও এগুলো চালানোর ক্ষেত্রে কোনো বাধা নেই। এ বিষয়ে কোনো পত্রের প্রয়োজন হলে আমরা তা ক্যাবল অপারেটরদের কাছে পাঠাবো।

যদি এরপরও কেউ এগুলো না চালায় তাহলে লাইসেন্সের শর্তভঙ্গ হবে। সুতরাং শর্তভঙ্গের কাজ কেউ করবেন না।

news24bd.tv নাজিম