দিনাজপুরে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড

দিনাজপুরে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড

Other

দিনাজপুরসহ উত্তরাঞ্চলের উপর দিয়ে মৌসুমী বায়ু অতিক্রম করার কারণে ভাড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। রোববার দিনাজপুরে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১২৯ মিলি মিটার। যা সেদিন দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ।

এছাড়াও রোববার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত এ জেলায় মোট ২০১ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

চলতি মৌসুমের এ অঞ্চলে একদিনের বৃষ্টিপাতের সর্বোচ্চ রেকর্ড এটি।

আরও পড়ুন


শীর্ষ সাইবার সন্ত্রাসীদের ভয়ংকর অপতৎপরতা

বিএনপি এবার ভুল করবে না: মেজর হাফিজ

পুলিশ-আদালত-সরকার একসাথে নিষ্পেষণ চালাচ্ছে: গয়েশ্বর

সব বিশ্ববিদ্যালয় খুলবে এ মাসেই

লাঠিসোটা লাগবে না, জনস্রোতে সরকারের পতন সম্ভব: নুর

গাজীপুর সিটি করপোরেশনের মেয়রকে আ.লীগের শোকজ

কুষ্টিয়ার খোকসায় প্রতিমা ভাঙচুর

আদালত চত্ত্বরে বোমা হামলা: বোমা মিজানের মৃত্যুদণ্ড, জাবেদের যাবজ্জীবন

মধ্যরাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা


এদিকে ভারি বৃষ্টির কারণে শহরের বিভিন্ন স্থানে দীর্ঘক্ষণ জলাবদ্ধতার সৃষ্টি হয়। পাশাপাশি জনদুর্ভোগ দেখা দিয়েছে লক্ষ করার মতো। প্রতিবছর যে ভাবে বৃষ্টিপাত বাড়ছে তাই পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা প্রয়োজন বলে মনে করেন সাধারণ মানুষ।

এদিকে আবহাওয়া অফিসের তথ্য মতে এই অঞ্চলে আরো দুই একদিন বৃষ্টির সম্ভবনা রয়েছে। তারপর বৃষ্টিপাতের পরিমাণ 
কিছুটা কমে যাবে। এছাড়াও চলতি মাসের মাঝামাঝি ও শেষের দিকে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বলে জানান আবহাওয়া অফিসের কর্মকর্তা।

news24bd.tv/ তৌহিদ

সম্পর্কিত খবর