জাপানে নির্বাচিত হলেন শততম প্রধানমন্ত্রী

জাপানে নির্বাচিত হলেন শততম প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

জাপানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা। রয়টার্স এর খবর থেকে জানা যায়, তিনি দেশটির শততম প্রধানমন্ত্রী।

গেল সপ্তাহেই জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি এলডিপির নেতা নির্বাচিত হন ৬৪ বছরের ফুমিও কিশিদা। মূলত এর মধ্য দিয়েই তার প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম হয়।

সোমবার জাপানের আইনসভার দু’টি কক্ষেই সংখ্যাগরিষ্ঠ ভোটে জেতার পর আনুষ্ঠানিকভাবে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন ফুমিও কিশিদা।


আরও পড়ুন

এ মাসে ‘খুলছে’ সব শিক্ষা প্রতিষ্ঠান

শীর্ষ সাইবার সন্ত্রাসীদের ভয়ংকর অপতৎপরতা

হালদায় আবারও মৃত ডলফিন

বিএনপি এবার ভুল করবে না: মেজর হাফিজ


২০২০ সালে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন সদ্যবিদায়ী ইয়োশিহিদা সুগা। তবে জনগণ ও দলের অবস্থানের বিরুদ্ধে গিয়ে চলতি বছর জাপানে অলিম্পিক আয়োজনের অনুমতি দিয়ে বিপাকে পড়েন তিনি।

  news24bd.tv/এমি-জান্নাত