ভারতে কৃষকদের বিক্ষোভে নিহত ৯

ভারতে কৃষকদের বিক্ষোভে নিহত ৯

অনলাইন ডেস্ক

ভারতের উত্তর প্রদেশে শত শত কৃষকের বিক্ষোভের সময় সহিংস সংঘর্ষে নয় জন নিহত হয়েছে, বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে বছরব্যাপী বিক্ষোভের মারাত্মক বৃদ্ধি।

দ্য গার্ডিয়ানের তথ্যসূত্র বলছে, কৃষকরা গতকাল রবিবার লখিমপুর খেড়ি জেলায় একটি বিক্ষোভের জন্য জড়ো হয়েছিল, যেখানে জুনিয়র স্বরাষ্ট্রমন্ত্রী অজয় ​​মিশ্র এবং রাজ্যের উপ -মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মে র‌্যের পরিদর্শনের কথা ছিল।

যানবাহনের চারপাশে বিশৃঙ্খল দৃশ্য ছড়িয়ে পড়ে। তবে চারজন কৃষক, তিনজন বিজেপি দলের কর্মী, একজন চালক এবং একজন সাংবাদিক কীভাবে মারা গেলেন তা নিয়ে বিতর্ক রয়েছে।

ঘটনাস্থলের কৃষকরা অভিযোগ করেছেন যে মিশ্রের ছেলে মন্ত্রীর কাফেলায় একটি গাড়িতে ছিলেন, অথবা এটি চালাচ্ছিলেন, যখন গাড়িটি চারজন বিক্ষোভকারীর উপর দিয়ে চাপিয়ে তাদের হত্যা করেছিল।


আরও পড়ুন

প্যানডোরা বাকসো থেকে বেরিয়ে আসছে পুতিনের বান্ধবীর গল্প

প্রবল গতিবেগে আঘাত হানে ঘূর্ণিঝড় শাহিন

জাপানে নির্বাচিত হলেন শততম প্রধানমন্ত্রী

এ মাসে ‘খুলছে’ সব শিক্ষা প্রতিষ্ঠান


মিশ্র এই দাবি অস্বীকার করে বলেন, তার ছেলে এই ঘটনায় উপস্থিত ছিল না। তিনি বলেন, আমাদের ড্রাইভার দিয়ে চালিত একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে কৃষকদের উপর আঘাত করে যখন তারা গাড়িতে পাথর নিক্ষেপ করে এবং লাঠি ও তলোয়ার দিয়ে আক্রমণ করে। ছেলে আশীষ মিশ্রও উপস্থিত থাকার কথা অস্বীকার করেছেন।

news24bd.tv/এমি-জান্নাত