বলিউড ভাইজান সালমান খানের প্রেম-বিয়ে নিয়ে তার ভক্তকুল থেকে শুরু করে বিটাউনে আলোচনা চলছে তো চলছেই। অনেকগুলো প্রেমের সম্পর্কে জড়িয়েছেনও ভাইজান। কিন্তু কোনো সম্পর্ককেই পূর্ণতা দেননি। বিভিন্ন সময়ে বিয়ে নিয়ে বিভিন্ন মন্তব্যও করেছেন সাল্লু।
গত শনিবার (২ অক্টোবর) শুরু হয়েছে সালমান সঞ্চালিত রিয়্যালিটি শো ‘বিগ বস সিজন ১৫’। এই সিজনে অংশ নিয়েছেন গায়িকা আফসানা খান। তিনিই ভাইজানের কাছে জানতে চান, বিয়ে করবেন কবে?
জবাবে সালমান খান বলেন, আমি এটা বলব না যে, বিয়ে করার কিছু সময় বাকি আছে। বরং বলব কিছুটা সময় চলে গিয়েছে।
বিয়ের প্রসঙ্গের পর গায়িকা আফসানা আরও একটি প্রশ্ন করেন সালমানকে। সেটা ছিল, ‘আপনাকে ভাই ডাকা যাবে?’ উত্তরে সাল্লু বলেন, ‘অবশ্যই ডাকুন। কখনো কখনো আমার মনে হয়, আমি যেন গোটা দেশের ভাই হয়ে গেছি!’
আরও পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় আইপিএল নিয়ে জুয়া, ৩ জনের সাজা
চট্টগ্রাম আদালত এলাকায় বোমা হামলা মামলার রায় আজ
টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে আদালতে ট্রাম্প
যুবলীগ নেতার সঙ্গে ভিডিও ফাঁস! মামলা তুলে নিতে নারীকে হুমকি
প্রসঙ্গত, সালমান খানের সুবাদে বিগ বস রিয়্যালিটি শো’র জনপ্রিয়তা তুঙ্গে। এ কারণে তিনি অনুষ্ঠানটির জন্য বিপুল অংকের পারিশ্রমিকও নেন।
news24bd.tv/আলী