সাতবারের চ্যাম্পিয়ন ভারতকে ঠেকিয়ে দিল ১০ জনের বাংলাদেশ

সাতবারের চ্যাম্পিয়ন ভারতকে ঠেকিয়ে দিল ১০ জনের বাংলাদেশ

অনলাইন ডেস্ক

সাফ চ্যাম্পিয়নশিপে রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন শক্তিশালী ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। প্রথমার্ধে পিছিয়ে পড়েছিলো জামাল ভূঁইয়ারা।

খেলার ২৬ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ভারতীয় অধিনায়ক ও দলটির ইতিহাস সেরা তারকা সুনীল ছেত্রী। মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়ায় খেলার ৫৪ মিনিটে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বিশ্বনাথ ঘোষ।

 

তবুও হাল ছাড়েনি দল। ভারতের বিপক্ষে সমান তালে লড়ে গেছেন জামাল ভূঁইয়ারা। তার সুফলটাও পাওয়া গেল ম্যাচের ৭৪তম মিনিটে। ইয়াসির আরাফাতের গোলে সমতা ফেরায় বাংলাদেশ দল।

 

আরও পড়ুন:


এ মাসে ‘খুলছে’ সব শিক্ষা প্রতিষ্ঠান

শীর্ষ সাইবার সন্ত্রাসীদের ভয়ংকর অপতৎপরতা

হালদায় আবারও মৃত ডলফিন

বিএনপি এবার ভুল করবে না: মেজর হাফিজ


এরপর আর কোনো গোল হয়নি। তাই ১-১ ড্রয়ে মীমাংসা হয়। সোমবার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল ৫টায় মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ একাদশ:

গোলরক্ষক: আনিসুর রহমান জিকো।  

ডিফেন্ডার: ইয়াসিন আরাফাত, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, তারিক রহমান কাজী।  

মিডফিল্ডার: জামাল ভুঁইয়া (অধিনায়ক), রাকিব হোসাইন, সাদ উদ্দিন।  

ফরোয়ার্ড:  মতিন মিয়া, মোহাম্মদ ইবরাহীম, বিপলু আহমেদ।  

news24bd.tv নাজিম