বাজেট ৬০ লাখ সেখানে শাকিব একাই ৪০ লাখ!

বাজেট ৬০ লাখ সেখানে শাকিব একাই ৪০ লাখ!

অনলাইন ডেস্ক

ঢাকাই ছবির আলোচিত নায়ক শাকিব খান। সিনেমার সাফল্য কিংবা পারিশ্রমিক, শাকিব খানের অবস্থান শীর্ষে। গত এক যুগ ধরেই এমনটা দেখা যাচ্ছে ঢালিউডে।   এবার শাকিব খান নতুন একটি সিনেমার জন্য নিচ্ছেন ৪০ লাখ টাকা।

সিনেমার নাম ‘গলুই’। সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি নির্মাণ করছেন এস এ হক অলিক। এটি ২০২০-২১ অর্থ বছরে ৬০ লাখ টাকা অনুদান পেয়েছে।

একাধিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, ৬০ লাখ টাকা অনুদানের সিনেমায় শাকিব একাই নিচ্ছেন ৪০ লাখ টাকা।

এ দেখে সাধারণ মানুষ পড়েছে দ্বিধায়। অনেকেই ভাবছেন, সিনেমার বাজেট কেবল অনুদানের অর্থটুকু।

তবে এ বছরের শুরুর দিকে ঢালিউড কিং বলেছিলেন যদি বিগ বাজেটের ভালো সিনেমা হয়, তাহলে একটি সিনেমা হলেই যথেষ্ট। বেশি প্রয়োজন নেই। কিন্তু সরকারি অনুদানকৃত সিনেমা’র বাজেট যখন ৬০ লাখ টাকা। সেখানে এখন প্রশ্ন উঠেছে, কেন কম বাজেটে সিনেমা করছেন তিনি? এই প্রশ্নের উত্তর পাওয়া গেল সিনেমাটির প্রযোজক খোরশেদ আলম খসরুর কাছ থেকে।

আরও জানা গেল, ‘গলুই’ সিনেমার প্রযোজক বড় অংকের টাকা ঢালছেন। এ কারণে ২০২০-২১ অর্থবছরে ৬০ লাখ টাকার সরকারি অনুদানের ছবি হলেও শাকিব একাই পাচ্ছেন ৪০ লাখ টাকা।

বিষয়টি নিয়ে খোরশেদ আলম খসরু বলেন, পারিশ্রমিকের ব্যাপারটা সম্পর্কসহ অনেক বিষয়ের ওপর নির্ভর করে। আমরা সবকিছু মিলিয়েই সুন্দরভাবে শুটিং করছি। আমাদের সিনেমায় শাকিবকে আমরা ৪০ লাখ টাকা পারিশ্রমিক দিচ্ছি।

আরও পড়ুন:


ব্রাহ্মণবাড়িয়ায় আইপিএল নিয়ে জুয়া, ৩ জনের সাজা

চট্টগ্রাম আদালত এলাকায় বোমা হামলা মামলার রায় আজ

টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে আদালতে ট্রাম্প

যুবলীগ নেতার সঙ্গে ভিডিও ফাঁস! মামলা তুলে নিতে নারীকে হুমকি


চলচ্চিত্রটি পরিচালনা করছেন এস এ হক অলিক। এতে শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে প্রথমবার অভিনয় করছেন চিত্রনায়িকা পূজা চেরি। এছাড়া আরও আছেন আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবুসহ অনেকে। গান করছেন কুমার বিশ্বজিৎ, হাবিব ওয়াহিদ, কণাসহ অনেকে।

news24bd.tv/আলী