মাদক নেওয়ার অভিযোগে শনিবার (২ অক্টোবর) রাতে মাদক নিয়ন্ত্রক সংস্থার (এনসিবি)- কর্তারা বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে আটক করে। পরদিন অর্থ্যাৎ রোববার (৩ অক্টোবর) দিনভর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দীর্ঘ ১৬ ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষে এনসিবি তাকে গ্রেপ্তার দেখায়। গতকাল রাতটা কেটেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিজস্ব জেলের চার দেয়ালে।
গত পরশু আটক হওয়ার পর আজ প্রথমবারের মতো বাবার সঙ্গে কথা বলার সুযোগ পান আরিয়ান। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বাবা শাহরুখ খানের সঙ্গে দুই মিনিটের মতো কথা বলেন তিনি। এসময় হাউমাউ করে কাঁদতে থাকেন আরিয়ান।
আরও পড়ুন:
এ মাসে ‘খুলছে’ সব শিক্ষা প্রতিষ্ঠান
শীর্ষ সাইবার সন্ত্রাসীদের ভয়ংকর অপতৎপরতা
বিএনপি এবার ভুল করবে না: মেজর হাফিজ
টাইমস অব ইন্ডিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরাত দিয়ে জানিয়েছে, তারা ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি ও ৫ গ্রাম মেফেড্রোন এবং নগদ এক লাখ ৩০ হাজার রুপি জব্দ করেছে। আরিয়ান খানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এনডিপিএসের ২৭ নম্বর ধারায় মামলা করা হয়েছে।
অপরাধ প্রমাণ হলে সর্বোচ্চ শাস্তি এক বছর কারাদণ্ড অথবা সর্বোচ্চ ২০ হাজার রুপি জরিমানাসহ কারাদণ্ড হতে পারে।
news24bd.tv নাজিম