মাদক মামলায় জামিন পেলেন না বলিউড বাদশা শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। সোমবার (৪ অক্টোবর) তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন মুম্বাইয়ের আদালত।
আরও তিন দিন অর্থ্যাৎ৭ অক্টোবর পর্যন্ত ২৩ বছর বয়সী এই যুবককে নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হেফাজতে থাকতে হবে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
মুম্বাইয়ের এসপ্ল্যানেড আদালতে সোমবার শুনানি চলছিল আরিয়ান খানের জামিন মামলার। বিচারপতি তাকে ৭ অক্টোবর পর্যন্ত এনসিবি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন। শুনানি চলাকালীন আদালতের পর্যবেক্ষণ, ‘এই মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এর তদন্তে বাধা পড়া উচিত নয়। তদন্ত চলুক। ’
আরও পড়ুন:
এ মাসে ‘খুলছে’ সব শিক্ষা প্রতিষ্ঠান
শীর্ষ সাইবার সন্ত্রাসীদের ভয়ংকর অপতৎপরতা
বিএনপি এবার ভুল করবে না: মেজর হাফিজ
আরিয়ান একা নন, তার সঙ্গে তিন দিনের এনসিবি হেফাজতে পাঠানো হয়েছে তার আরও দুই বন্ধু মুনমুন ধামেচা এবং আরবাজ মার্চেন্টকেও। শাহরুখপুত্রের সঙ্গেই এই দুজনকেও রোববার (৪ অক্টোবর) গ্রেপ্তার করে মাদক নিয়ন্ত্রক সংস্থার (এনসিবি) কর্মকর্তারা।
news24bd.tv নাজিম