প্রতিহিংসার রাজনীতির বৃত্ত থেকে বের হতে হবে: কাদের

প্রতিহিংসার রাজনীতির বৃত্ত থেকে বের হতে হবে: কাদের

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজও আমরা প্রতিহিংসার রাজনীতির বৃত্ত থেকে বের হতে পারিনি। এটা থেকে আমাদের বের হতে হবে।

তিনি বলেন, জিয়াউর রহমান দেশে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছিলেন। আর, বিএনপি এখনও তা অব্যাহত রেখেছে।

গণতন্ত্রের যে কর্মসম্পর্ক, তা বিএনপি নষ্ট করে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।  

আজ সকালে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে প্রয়াত সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের  স্মরণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, একাধিক বারের একজন প্রধানমন্ত্রীর কয়টা জন্মদিন থাকতে পারে? এটা কি প্রতিহিংসা নয়?

‘আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুভূতিতে খোঁচা দিতে খালেদা জিয়া ভুয়া জন্মদিন পালন করেন’ বলেও মনে করেন ওবায়দুল কাদের।

আরও পড়ুন:


এ মাসে ‘খুলছে’ সব শিক্ষা প্রতিষ্ঠান

শীর্ষ সাইবার সন্ত্রাসীদের ভয়ংকর অপতৎপরতা

হালদায় আবারও মৃত ডলফিন

বিএনপি এবার ভুল করবে না: মেজর হাফিজ


‘বর্তমানে রাজনৈতিক নেতাদের মধ্যে পারস্পরিক কর্মসম্পর্কের বিষয়টি অনুপস্থিত, কিন্তু কেন’-এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রতিহিংসা ও বিদ্বেষের রাজনীতি পরিহার করা আমাদের এখন খুবই জরুরি হয়ে পড়েছে।

news24bd.tv নাজিম