সৌদি আরবের সঙ্গে টেকসই সম্পর্ক চাইছি : সাঈদ খাতিবজাদে

সৌদি আরবের সঙ্গে টেকসই সম্পর্ক চাইছি : সাঈদ খাতিবজাদে

অনলাইন ডেস্ক

ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করার জন্য যে আলোচনা চলছে তাতে কোনো পক্ষই কোনরকম পূর্ব শর্ত দেয় নি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে একথা বলেন । পার্সটুডে জানায়, তিনি বলেছেন, আমরা সৌদি আরবের সঙ্গে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে একটি টেকসই সম্পর্ক চাইছি।


আরও পড়ুন

ভারতে কৃষকদের বিক্ষোভে নিহত ৯

প্যানডোরা বাকসো থেকে বেরিয়ে আসছে পুতিনের বান্ধবীর গল্প

প্রবল গতিবেগে আঘাত হানে ঘূর্ণিঝড় শাহিন


সেদেশের রাজধানী তেহরানে আজ এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন।

গত এপ্রিল মাস থেকে ইরাকের মধ্যস্থতায় সৌদি আরব এবং ইরানের মধ্যে আলোচনা চলে আসছে। এক্ষেত্রে ইরাক স্বাগতিক দেশ হিসেবে ভূমিকা পালন করছে।

খাতিবজাদে  জানিন, দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক ইস্যুগুলোতে যতদূর সম্ভব সুন্দর অবকাঠামো তৈরির চেষ্টা চলছে।

এদিকে,  তেহরানে সৌদি আরব দূতাবাস খোলার জন্য একটি প্রতিনিধিদল পাঠিয়েছে বলে যে খবর প্রকাশ হয়েছে তা নিশ্চিত করেন নি ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

news24bd.tv/এমি-জান্নাত