শাহরুখের ছেলের মাদককাণ্ডে উত্থাল বিটাউন। সব জায়গায় যখন বিটাউন নিয়ে নেতিবাচক সব তথ্য বের হচ্ছে। তখন সুখবর দিলো বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নেহা ধুপিয়া। দ্বিতীয় সন্তানের মা হয়েছেন নেহা ধুপিয়া।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নেহা ধুপিয়া ও আঙ্গাদ বেদী দম্পতি।
রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করে অঙ্গাদ বেদী লিখেছেন, ঈশ্বরের আশীর্বাদে আমাদের একটি পুত্র সন্তান হয়েছে। নেহা এবং সন্তান দুজনই সুস্থ আছেন।
ভালোবেসে ২০১৮ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন আঙ্গাদ-নেহা। মেহের নামে তাদের একটি কন্যাসন্তানও রয়েছে।
আরও পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় আইপিএল নিয়ে জুয়া, ৩ জনের সাজা
চট্টগ্রাম আদালত এলাকায় বোমা হামলা মামলার রায় আজ
টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে আদালতে ট্রাম্প
যুবলীগ নেতার সঙ্গে ভিডিও ফাঁস! মামলা তুলে নিতে নারীকে হুমকি
হিন্দুস্তান টাইমসের খবর, ২০১৮ সালের মে মাসে দিল্লির এক গুরুদুয়ারায় বিয়ে করেন নেহা ও আঙ্গাদ এবং নভেম্বরের শেষে মেয়ের জন্ম দেন। প্রথমে এ নিয়ে কথা বলতে না চাইলেও পরে তারা মেনে নেন প্রথম সন্তানের জন্ম দেওয়ার আগেই গর্ভবতী ছিলেন নেহা।
প্রসঙ্গত ‘সিং ইজ কিং’, ‘তুমহারি সুলু’, ‘হিন্দি মিডিয়াম’, ‘লাস্ট স্টোরিজ’-এর মতো বলিউড সিনেমায় অভিনয় করেছেন নেহা।
news24bd.tv/আলী