এই জীবনের সর্ব কাজে প্রয়োজন টাকা। টাকা ছাড়া এই বিশ্বে কোনও কিছু করা সম্ভব না। তাই তো সারা বিশ্বের মানুষ টাকা আয়ের জন্য ব্যস্ত থাকছেন প্রতিটা মুহুর্ত। মাস শেষে যখন পরিশ্রমের অর্থ ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে তখন তো আন্দের সীমা থাকে না।
তবে সম্প্রতি এটিএম বুথের ভেতরে নাচানাচি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন এক তরুণী।
ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া তরুণীর ওই ভিডিওতে দেখা যায়, একটি বুথের ভেতর টাকা তোলার মেশিনে কার্ড ঢোকানোর পরপরই নাচ শুরু করে দেন এক তরুণী।
মেশিন থেকে টাকা বের হতে দেখে তার খুশি বেড়ে যায় আরও কয়েকগুণ। মেশিন থেকে টাকা তুলে হাতে নেওয়ার পর আরেক দফা নাচ নাচেন মেয়েটি। সবশেষ মাথা নিচু করে টাকা দেওয়া মেশিনকে সম্মানও জানান তিনি।
আরও পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় আইপিএল নিয়ে জুয়া, ৩ জনের সাজা
চট্টগ্রাম আদালত এলাকায় বোমা হামলা মামলার রায় আজ
টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে আদালতে ট্রাম্প
যুবলীগ নেতার সঙ্গে ভিডিও ফাঁস! মামলা তুলে নিতে নারীকে হুমকি
ঘটনাটি কোন দেশে কবে ঘটেছে তা নিশ্চিত নয়। তবে তরুণীর টাকা তোলার মজার এ ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
news24bd.tv/আলী