তাইওয়ানের বিমান প্রতিরক্ষা অঞ্চলে চায়নাদের অনুপ্রবেশ

তাইওয়ানের বিমান প্রতিরক্ষা অঞ্চলে চায়নাদের অনুপ্রবেশ

অনলাইন ডেস্ক

চীন সোমবার তাইওয়ানের বিমান প্রতিরক্ষা অঞ্চলে রেকর্ড সংখ্যক সামরিক উড়োজাহাজ পাঠিয়েছে, বেইজিংয়ের এই ধরনের বিমান হামলার পরপর চতুর্থ দিন আরও বাড়ার আশঙ্কার মধ্যে।

দ্য গার্ডিয়ান জানায়, তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা সোমবার দিনে অন্তত ৫২ টি ফ্লাইট শনাক্ত করেছে, যার মধ্যে 36 টি যুদ্ধবিমান, ১২ টি H-6 বোমারু বিমান, দুটি পরিবহন বিমান এবং দুটি নজরদারি বিমান রয়েছে।


আরও পড়ুন

ভারতে কৃষকদের বিক্ষোভে নিহত ৯

প্যানডোরা বাকসো থেকে বেরিয়ে আসছে পুতিনের বান্ধবীর গল্প

প্রবল গতিবেগে আঘাত হানে ঘূর্ণিঝড় শাহিন

জাপানে নির্বাচিত হলেন শততম প্রধানমন্ত্রী


শুক্রবারের রেকর্ড অনুযায়ী এটি ৩৮ টি বিমান, চীনের জাতীয় দিবস, শনিবার ৩৯ টি এবং রবিবার ১৬ টি ধারাবাহিক মিশন অনুসরণ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর বেইজিংকে তার কার্যক্রম বন্ধ করার আহ্বান জানানোর কয়েক ঘণ্টা পরে সোমবারের আক্রমণ ঘটে, যা উস্কানিমূলক এবং অস্থিতিশীতা নির্দেশ করে।

news24bd.tv/এমি-জান্নাত