প্যানডোরা পেপার্স: বিশ্বনেতাদের দুর্নীতির অভিযোগ অস্বীকার

প্যানডোরা পেপার্স: বিশ্বনেতাদের দুর্নীতির অভিযোগ অস্বীকার

অনলাইন ডেস্ক

বিশ্বের এ যাবৎকালের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারির তথ্য ফাঁস করেছে প্যানডোরা পেপার্স। তবে সেখানে নাম থাকা কয়েকজন বিশ্বনেতা তাদের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন।  

এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।

এতে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট, জর্ডানের বাদশাহ, কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াতা, চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী অ্যান্দ্রেজ বাবিজ এবং চিলির প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরা দাবি করেছেন, দুর্নীতি সংশ্লিষ্ট কোনো কাজের সঙ্গে তাদের সম্পর্ক নেই।

এছাড়া, রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন প্যানডোরা পেপার্সকে অস্পষ্ট বলে উল্লেখ করেছে।  

আরও পড়ুন:


যে কারণে পরকালে জান্নাত হারাম

৬ ঘণ্টা পর সচল হলো ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম

বৃহস্পতিবার শপথ নেবেন মমতা

যুবলীগ নেতার সঙ্গে ভিডিও ফাঁস! মামলা তুলে নিতে নারীকে হুমকি


উল্লেখ্য, বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্যানডোরা পেপার্সে তিন শতাধিক কর্মকর্তার মধ্যে রয়েছেন ৯০টির বেশি দেশের মন্ত্রী, বিচারক, মেয়র, সেনা প্রধান। ধনকুবেরদের মধ্যে রয়েছে ব্যবসায়ী নেতা, রক তারকা, বিনোদন জগতের তারকারা।    

news24bd.tv রিমু