সড়কের বর্জ্য গড়িয়ে দেয়া হলো খালে, দুর্গন্ধে অতিষ্ট মানুষ

সড়কের বর্জ্য গড়িয়ে দেয়া হলো খালে, দুর্গন্ধে অতিষ্ট মানুষ

Other

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে ফেলা বর্জের দুর্গন্ধে অতিষ্ট চলাচলকারী যাত্রী ও স্থানীয়রা। জমানো বর্জের কারণে বৃষ্টির পানি জমে নষ্ট হচ্ছে মহাসড়কও। এ কারণে সব বর্জ্য গড়িয়ে পাশের পানি নিষ্কাশন খালে ফেলেছে সড়ক বিভাগ। এতে অসন্তুষ্টি প্রকাশ করেছে কুষ্টিয়া পৌরসভা।

ঢাকা রোড নামের এ আঞ্চলিক মহাসড়কের কুষ্টিয়া প্রান্তে দীর্ঘ দিন জমে আছে বিশাল ময়লার স্তুপ। দূর থেকে বস্তা ভরে এনে সড়কের পাশে ময়লা ফেলে রাখে। এমনকি মরা পশুও ফেলে রাখা হয় অঘোষিত এই ভাগাড়ে। ময়লা পঁচা উৎকট গন্ধে অতিষ্ট এলাকার মানুষ।

আর সড়কে চলাচলকারীদের জন্য দুর্গন্ধের এই জায়গাটি পার হওয়াই যেন দুস্কর।

news24bd.tv

ময়লার স্তুপে পানি জমে ক্ষতি হচ্ছে সড়কেরও। সে কারণেই ময়লা গড়িয়ে খালে ফেলে দেয়া হয়েছে বলে জানান, সড়ক বিভাগের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট শরিফুল ইসলাম।

আরও পড়ুন


মাদারীপুরে হাতবোমা বিস্ফোরণে বাড়ি বিধস্ত, আহত বেশ কয়েকজন

এস কে সিনহার মামলার রায় আজ, অভিযোগ প্রমাণ হলে যে শাস্তি পাবেন

কুমিল্লা-সিলেট রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

বৃহস্পতিবার শপথ নেবেন মমতা


ময়লার সঠিক ব্যবস্থাপনা না করায় সমস্যার সমাধান হয়নি, বরং দুর্গন্ধ আরো বেড়েছে। আর পানি নিষ্কাশন খাল ভরাট হওয়ার আশঙ্কা করছে কুষ্টিয়া পৌরসভা।

কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী বলছেন, ময়লানা ফেলার জন্য সাইন বোর্ড লাগানো হলেও এখনো বিক্ষিপ্তভাবে বস্তা ভর্তি ময়লা ফেলে রাখা হচ্ছে সড়কের বিভিন্ন জায়গায়।

news24bd.tv এসএম