প্যানডোরা পেপারস: পাকিস্তানিদের বিষয়ে তদন্তের প্রতিশ্রুতি ইমরানের

প্যানডোরা পেপারস: পাকিস্তানিদের বিষয়ে তদন্তের প্রতিশ্রুতি ইমরানের

অনলাইন ডেস্ক

সাত শতাধিক পাকিস্তানির নাম এসেছে বিশ্বজুড়ে আলোড়ন তোলা প্যানডোরা পেপারসে। তালিকায় সরকারি ও বিরোধী দলের রাজনীতিবিদ, ব্যবসায়ী, মিডিয়া মোঘল ও সামরিক কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদেরও নাম রয়েছে।  

এতে বেশ বিপাকে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। কারণ অবৈধ লেনদেনের তথ্য ফাঁস করা ওই নথিতে নাম এসেছে তার মন্ত্রিসভার একাধিক সদস্য, সিনেটর, সাবেক সেনা কর্মকর্তা, মিডিয়া হাউজের মালিক ও ব্যবসায়ীদের।

এ নিয়ে বিরোধী দলীয় নেতারা সরাসরি ইমরানের পদত্যাগ দাবি করেছেন।

পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, প্যানডোরা পেপারসে পাকিস্তানের প্রভাবশালীদের মধ্যে নাম রয়েছে অর্থমন্ত্রী শওকত তারিন, পানিসম্পদমন্ত্রী মুনিস এলাহি, সিনেটর ফয়সাল ভাওদা, মুসলিম লিগ (এন) নেতা ইশহাক দারের ছেলে আলি দার, পিপিপি নেতা শারজিল মেমন, শিল্পমন্ত্রী খুসরো বখতিয়ারের পরিবার, পিটিআই নেতা আব্দুল আলিম খান প্রমুখের। এদের মধ্যে অনেকেই ইমরান খানের ঘনিষ্ঠ বলে পরিচিত।

আরও পড়ুন:


আজকের দিনটি আমাদের জন্য ঈদের দিনের মতো: ঢাবি উপাচার্য

নাইকো দুর্নীতি মামলায় খালেদার অভিযোগ গঠনের শুনানি ৪ নভেম্বর

পল্লবীর সেই তিন তরুণীসহ নিখোঁজ ৭ জনের মধ্যে উদ্ধার ৪

অর্থ আত্মসাত, স্বাস্থ্যের ঠিকাদার মোকছেদুল ইসলামের বিরুদ্ধে মামলা


এদিকে, প্যানডোরা পেপারসে নাম আসা নাগরিকদের বিষয়ে তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন ইমরান খান।

সোমবার (৪ অক্টোবর) তিনি এক টুইট বার্তায় প্যানডোরা পেপারসে গোপন তথ্য প্রকাশ করাকে স্বাগত জানান।

পাকিস্তানি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। লেনদেনে দুর্নীতি পাওয়া গেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। তদন্তে পাওয়া তথ্য প্রকাশ করা হবে।

news24bd.tv নাজিম