ঐক্যবদ্ধভাবে আন্দোলন করলেই গণতন্ত্র ফিরে আসবে: শামা ওবায়েদ

ঐক্যবদ্ধভাবে আন্দোলন করলেই গণতন্ত্র ফিরে আসবে: শামা ওবায়েদ

অনলাইন ডেস্ক

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, দেশে একনায়কতন্ত্র চলছে। আর এই একনায়কতন্ত্রকে হটানোর জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। তাহলেই দেশে গণতন্ত্র ফিরে আসবে। আবারো ভোটাধিকার প্রতিষ্ঠা হবে।

গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় আমাদের অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে।

ফরিদপুরের নগরকান্দা উপজেলা, পৌর ও সালথা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির এক পরিচিত সভা রোববার অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
শামা ওবায়েদ বলেন, এদেশের মানুষ কেন আন্দোলন করবেন না? তারা কি ৩০ ডিসেম্বরের নির্বাচনে কেউ ভোট দিতে পেরেছিলেন? তাহলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য কেন জনগণ সরকারের বিরুদ্ধে রাজপথে নামবে না।

তিনি বলেন, শুধুমাত্র ধানের শীষে ভোট দেয়ার কারণে ফরিদপুরের সালথা উপজেলার সাধারণ মানুষ মিথ্যা মামলায় জর্জরিত। তারা ঘরে ফিরতে পারছেন না। সারাদেশেই বিএনপির অসংখ্য নেতাকর্মী হামলা মামলায় জর্জরিত।

নগরকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম এম মাহমুদুল হাসান মিরানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল।

আরও পড়ুন:


আজকের দিনটি আমাদের জন্য ঈদের দিনের মতো: ঢাবি উপাচার্য

নাইকো দুর্নীতি মামলায় খালেদার অভিযোগ গঠনের শুনানি ৪ নভেম্বর

পল্লবীর সেই তিন তরুণীসহ নিখোঁজ ৭ জনের মধ্যে উদ্ধার ৪

অর্থ আত্মসাত, স্বাস্থ্যের ঠিকাদার মোকছেদুল ইসলামের বিরুদ্ধে মামলা


সভায় বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাবিবুর রহমান হাফিজ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো: আশরাফ হোসেন, হাসানুর রহমান মৃধা ও কামরুজ্জামান সুমন। আরো বক্তব্য দেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, উপজেলা যুবদলের আলিমুজ্জামান সেলু প্রমুখ।

সভায় নবগঠিত কমিটির নগরকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খালিদ হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন অর রশীদ, সদস্য সচিব কামাল হোসেন সরকার, সালথা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হারুন মাতুব্বর, সদস্য সচিব মামুন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

news24bd.tv নাজিম