সুনামগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

সুনামগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক

সুনামগঞ্জে সদর উপজেলার আদর্শগ্রামের কৃষক তৈয়বুর রহমানকে হত্যার দায়ে লুৎফর মিয়া নামের একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ দুপুরে সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মহিউদ্দিন মুরাদ  এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।  

সুনামগঞ্জ জেলা দায়রা জজের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন:


আজকের দিনটি আমাদের জন্য ঈদের দিনের মতো: ঢাবি উপাচার্য

নাইকো দুর্নীতি মামলায় খালেদার অভিযোগ গঠনের শুনানি ৪ নভেম্বর

পল্লবীর সেই তিন তরুণীসহ নিখোঁজ ৭ জনের মধ্যে উদ্ধার ৪

অর্থ আত্মসাত, স্বাস্থ্যের ঠিকাদার মোকছেদুল ইসলামের বিরুদ্ধে মামলা


তিনি জানান, ২০০৮ সালে তৈয়ুবুর রহমানের বোন সিতারুন নেসা তার স্বামীর মধ্যে বিরোধ মীমাংসার জন্য সালিস করতে বসেন দুই পক্ষের লোকজন। সালিসে দুইপক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে সিতারুন বেগমের দেবর লুৎফর রহমান ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তৈয়বুর রহমানের মৃত্যু হয়।

এ সিতারুন বেগম বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় মামলা করেন। শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক মৃত্যুদণ্ডের রায় দেন।

news24bd.tv নাজিম