সুনামগঞ্জে তৈয়বুর হত্যা: একজনের মৃত্যুদণ্ড

সুনামগঞ্জে তৈয়বুর হত্যা: একজনের মৃত্যুদণ্ড

Other

সুনামগঞ্জে সদর উপজেলার আদর্শগ্রাম এলাকার কৃষক তৈয়বুর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় একজনের মৃত্যদণ্ড দিয়েছেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার আদর্শ গ্রামের (গুচ্ছ গ্রাম) মৃত কৃদরত উল্ল্যার ছেলে লুৎফর মিয়া।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মহিউদ্দিন মুরাদ এ আদেশ দেন। তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালে উপজেলার আদর্শ গ্রাম এলাকায় পারিবারিক কলহের জেরে নিহত তৈয়ুবুর রহমানের বোন সিতারুন নেসা তার স্বামীর পারিবারিক বিরোধ চলচিলো। ঘটনার দিন তাদের বিরোধ মেঠাতে পারিবারিক
সালিসি করতে বসেন দুই পক্ষের লোকজন।

পরে সালিসে দুপক্ষের কথা ঝগড়া হয়, একপর্যায়ে সিতারুন বেগমের দেবর লুৎফর রহমান তার ভাই তৈয়বুর রহমানকে চুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে সিতারুন বেগম বাদি হয়ে সুনামগঞ্জ সদর থানায় মামলা দায়ের করলে দীর্ঘদিন বিচার পক্রিয়া শেষে আদালত একজনের মৃত্যুদণ্ডের রায় দেন।

সুনামগঞ্জ জেলা দায়রা জজের পিপি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

news24bd.tv তৌহিদ