মেঘনা তীরবর্তী বেড়িবাঁধের বেহাল দশা

Other

লক্ষ্মীপুরের মেঘনা নদী তীরবর্তী এলাকার প্রায় ১৪ কিলোমিটার বেড়িবাঁধের বেহাল দশা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন সংস্কারের অভাবে খানাখন্দে পরিণত হয়েছে এ বাঁধ।  

এ অবস্থায় বাঁধ দিয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নদী তীরবর্তী লাখো মানুষকে।

লক্ষ্মীপুর সদর, কমলনগর, রামগতি ও রায়পুরের নদী তীরবর্তী লাখো মানুষের জন্য এ বেড়িবাঁধ সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে যে কোনো দুর্যোগ মুহূর্ত ও জলোচ্ছ্বাসে আশ্রয় নেওয়াসহ শহররক্ষা বাঁধ হিসেবেও ভূমিকা রাখছে এটি।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কার না করা ও মেঘনার ভাঙনে এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বাঁধটি। বাঁধের কিছু অংশ পাকা থাকলেও দুই পাশ থেকে মাটি সরে গিয়ে খানাখন্দে পরিণত হয়েছে।

আবার কোথাও কোথাও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন:


আজকের দিনটি আমাদের জন্য ঈদের দিনের মতো: ঢাবি উপাচার্য

নাইকো দুর্নীতি মামলায় খালেদার অভিযোগ গঠনের শুনানি ৪ নভেম্বর

পল্লবীর সেই তিন তরুণীসহ নিখোঁজ ৭ জনের মধ্যে উদ্ধার ৪

অর্থ আত্মসাত, স্বাস্থ্যের ঠিকাদার মোকছেদুল ইসলামের বিরুদ্ধে মামলা


এমন পরিস্থিতিতে নদী তীরবর্তী বাসিন্দাদের শহরের সঙ্গে সহজ যোগাযোগের এ মাধ্যম  চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে বিপাকে পড়েছেন লাখো মানুষ।

সংশ্লিষ্টরা জানান, এই বাঁধ মেরামতের জন্য প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু হবে। জনদুর্ভোগ লাঘবে দ্রুত এই বেড়ি বাঁধ সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

news24bd.tv নাজিম