দুর্গাপূজায় সকল ধর্মের মানুষের মিলনমেলা ঘটে: নৌ প্রতিমন্ত্রী

দুর্গাপূজায় সকল ধর্মের মানুষের মিলনমেলা ঘটে: নৌ প্রতিমন্ত্রী

Other

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দুর্গাপূজা সনাতন ধর্মের মানুষ ধর্মীয়ভাবে উদযাপন করলেও, এই উৎসবে সকল ধর্মের মানুষের উপস্থিতিতে একটি মিলনমেলা ঘটে।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে বিরল উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বিরল শাখার আয়োজনে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

দিনাজপুরের বিরলে আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে একটি মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী। এসময় তিনি আরও বলেন, উপমহাদেশের বাংলা ভাষাভাষীর মানুষের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গোৎসব, এই উৎসবকে ঘিরে একটি অঞ্চল একটি বর্ণিল রূপ লাভ করে।

আরও পড়ুন


বরিশালে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সমাবেশ

সুনামগঞ্জে দুর্গোৎসব উৎসবমুখর করতে সবার সহযোগীতা দরকার

প্রচলিত নিয়ম অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে: ওবায়দুল কাদের

নাটোরে ভেজাল গুড় তৈরীর অভিযোগে ৩ ব্যবসায়ীকে জরিমানা


এসময় বিরল উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বিরল শাখার সভাপতি রমাকান্ত রায়, পৌর মেয়র সবুজার সাগর প্রমূখ। অনুষ্ঠান শেষে বিরলের প্রতিটি দুর্গা পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে উপহার তুলে দেন অতিথিরা।

news24bd.tv এসএম