জ্বালানি সরবরাহ করছে ব্রিটিশ সামরিক কর্মীরা

জ্বালানি সরবরাহ করছে ব্রিটিশ সামরিক কর্মীরা

অনলাইন ডেস্ক

ব্রিটিশ সামরিক কর্মীদের আজ মঙ্গলবার দক্ষিণ ইংল্যান্ডের ডিপো থেকে জ্বালানি সরবরাহ করতে দেখা যায় যখন সরকার সেনাবাহিনীকে ট্রাক চালকের তীব্র ঘাটতি মোকাবেলায় সহায়তা করার নির্দেশ দেয়।

রয়টার্স জানায়, সামরিক বেশে কয়েকজনকে লন্ডনের উপকণ্ঠে হিমেল হেম্পস্টেড এবং পারফ্লিটের ট্রাক এবং জ্বালানি ডিপোর ভিতরে যেতে দেখা যেতে পারে।


আরও পড়ুন

ইরানের কূটনীতি ব্যর্থ হলে অন্য পথ অনুসরণ করবে যুক্তরাষ্ট্র

আজকের দিনটি আমাদের জন্য ঈদের দিনের মতো: ঢাবি উপাচার্য

নাইকো দুর্নীতি মামলায় খালেদার অভিযোগ গঠনের শুনানি ৪ নভেম্বর

পল্লবীর সেই তিন তরুণীসহ নিখোঁজ ৭ জনের মধ্যে উদ্ধার ৪

ব্রেক্সিট এবং কোভিড সংকটের প্রেক্ষিতে শ্রমিকের অভাবের কারণে ব্রিটেনের শূকরের মাংস, পেট্রোল এবং হাঁস -মুরগি থেকে শুরু করে ওষুধ এবং দুধ পর্যন্ত সবকিছুর জন্য সরবরাহের শৃঙ্খল ভেঙে পড়েছে।

ট্রাকারের অভাবের মধ্যে জ্বালানি কেনার আতঙ্ক গত সপ্তাহে বড় শহরগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, যেখানে চালকদের সারি ছিল।

ব্রিটিশ মন্ত্রীরা বারবার অস্বীকার করেছেন যে জ্বালানি সংকটের সাথে ব্রেক্সিটের কোন সম্পর্ক নেই এবং ট্রাকারের অভাবকে একটি বৈশ্বিক সমস্যা হিসেবে দেখিয়েছে।

news24bd.tv/এমি-জান্নাত