গির্জায় শিশু যৌন নির্যাতনকারীদের অনুমোদন!

গির্জায় শিশু যৌন নির্যাতনকারীদের অনুমোদন!

অনলাইন ডেস্ক

১৯৫০ সাল থেকে এ পর্যন্ত ফ্রান্সের ক্যাথলিক যাজক পরিষদের সদস্যদের দ্বারা অন্তত দুই লাখ ১৬ হাজার শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। ফরাসি ক্যাথলিক গির্জাগুলোতে হাজার হাজার শিশু নির্যাতনকারী সক্রিয় ছিল।  

তদন্ত প্রতিবেদনে এমনটাই দাবি করেছেন এসব ঘটনার তদন্তে নিয়োজিত স্বাধীন কমিশনের প্রধান জিন মার্ক সুভে।


আরও পড়ুন

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরিবহন ব্যয় কমলো

বাড়ি বিক্রি করলেন কমলা হ্যারিস

জ্বালানি সরবরাহ করছে ব্রিটিশ সামরিক কর্মীরা

ইরানের কূটনীতি ব্যর্থ হলে অন্য পথ অনুসরণ করবে যুক্তরাষ্ট্র


বিবিসি জানায়, তদন্ত প্রতিবেদনটিতে ভুক্তভোগী ও অপরাধী উভয়ের উপস্থিতি রয়েছে।

গির্জা কীভাবে শিশু যৌন নির্যাতনকারীদের অনুমোদন দিয়ে গেছে, তার বর্ণনাও রয়েছে এই প্রতিবেদনে। এ ছাড়া ৪৫টি প্রস্তাবও দেওয়া হয়েছে এতে। নির্যাতকের সংখ্যা তিন লাখ ৩০ হাজার পর্যন্ত হতে পারে বলে উল্লেখ করেছেন তদন্ত কমিশনের প্রধান।

 তবে, স্বাধীন তদন্ত কমিশন যেসব মামলা নিয়ে কাজ করছে, এগুলোর বেশির ভাগ আসলে অনেক পুরোনো।

যে কারণে সেগুলো ফরাসি আইনে বিচার হওয়ার সুযোগ নেই বললেই চলে।

news24bd.tv/এমি-জান্নাত