চীনের জাতীয় দিবসে শুভেচ্ছা জানালো বিএনপি

চীনের জাতীয় দিবসে শুভেচ্ছা জানালো বিএনপি

অনলাইন ডেস্ক

গতকাল সোমবার বিএনপির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে যে, চীনের ৭২তম জাতীয় দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত শুভেচ্ছা বার্তা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসে দিয়েছেন। একগুচ্ছ ফুলের তোড়া ও একটি কেকসহ শুভেচ্ছা বার্তাটি পাঠানো হয়।


 আরও পড়ুন

গির্জায় শিশু যৌন নির্যাতনকারীদের অনুমোদন!

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরিবহন ব্যয় কমলো

বাড়ি বিক্রি করলেন কমলা হ্যারিস

জ্বালানি সরবরাহ করছে ব্রিটিশ সামরিক কর্মীরা


চীনা কর্তৃপক্ষের পক্ষ থেকে বিএনপির এই শুভেচ্ছা বার্তা প্রাপ্তি স্বীকার করে ধন্যবাদ জানানো হয়েছে।

চীনের রাষ্ট্রপতি শি জিন পিংকে পাঠানো সেই বার্তায় বলা হয় চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে গত ৭২ বছরে এক বিস্ময়কর সাফল্য অর্জন করেছে চীন।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সময়ে স্বাধীন বাংলাদেশের সাথে চীনের কূটনৈতিক সম্পর্ক তৈরির কথা ও স্বরণ করা হয়েছে এই শুভেচ্ছা বার্তায়।

news24bd.tv/এমি-জান্নাত