পঞ্চাশ এ বাংলাদেশ: "অনিশ্চিত যাত্রা থেকে উন্নয়নের রোল মডেল"

পঞ্চাশ এ বাংলাদেশ: "অনিশ্চিত যাত্রা থেকে উন্নয়নের রোল মডেল"

অনলাইন ডেস্ক

পঞ্চাশ এ বাংলাদেশ: "অনিশ্চিত যাত্রা থেকে উন্নয়নের রোল মডেল" শীর্ষক ২ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আগামী ৭ এবং ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।  

এ আন্তর্জাতিক সম্মেলন যৌথভাবে আয়োজন করেছে- অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি, আরএম আইটি ইউনিভার্সিটি, কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজি, গ্রিফিথ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ সাউদার্ন কুইন্সল্যান্ড, ম্যাকুয়ারি ইউনিভার্সিটি, সুগার রিসার্চ অস্ট্রেলিয়া, কুইন্সল্যান্ড হেলথ এর সিনিয়র শিক্ষক ও গবেষকবৃন্দ এবং সামাজিক সংগঠন ‘আমরা ক’জন-দি লিগ্যাসি অফ বঙ্গবন্ধু অস্ট্রেলিয়া ইনক্’।


 আরও পড়ুন

গির্জায় শিশু যৌন নির্যাতনকারীদের অনুমোদন!

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরিবহন ব্যয় কমলো

বাড়ি বিক্রি করলেন কমলা হ্যারিস

জ্বালানি সরবরাহ করছে ব্রিটিশ সামরিক কর্মীরা


এই কনফারেন্স নিয়ে বিস্তারিত জানিয়ে রোববার এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। অংশগ্রহণ করেন অনারারি এসোসিয়েট প্রফেসর মোহাম্মদ আলাউদ্দিন, প্রফেসর শামস্‌ রহমান, প্রফেসর তপন সাহা, লাইলাক শহীদ, অনুপ সরকার।

  
news24bd.tv/এমি-জান্নাত