সাফ ফুটবলে শুক্রবার বাংলাদেশ-মালদ্বীপ লড়াই

Other

ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার পর উজ্জীবিত টিম বাংলাদেশ। ম্যাচের পরদিন মালের হুনভেরু স্পোর্টস গ্রাউন্ডে হালকা অনুশীলন ও রিকভারি সেশন করেছেন অস্কারের শীষ্যরা। ফাইনালের লক্ষে আরো এক ধাপ এগিয়ে যেতে মালদ্বীপ বধের কৌশল সাজাতে ব্যস্ত টিম ম্যানেজমেন্ট।

ভারত ম্যাচের পর হুনভেরুতে টিম বাংলাদেশের হালকা অনুশীলন ও রিকভারি সেশন।

টিম ইন্ডিয়ার বিপক্ষে ১০ জনের দল নিয়ে ড্র করে এক পয়েন্ট  অর্জন করা অস্কারের এই দলটা লড়াকু আর আক্রমণাত্মক। দুর্দান্ত একটা দিন কাটানোর পর বেশ ফুরফুরে মেজাজে ফুটবলাররা। অনুশীলনে  ঘুরেফিরে আলোচনায় ম্যাচের নানান মুমেন্টাম।

ভারত ম্যাচে বিশ্বনাথের লাল কার্ড,  ম্যাচের মুমেন্টার চলে যায় বাংলাদেশের বিপক্ষে।

তবে দিনশেষে বিশ্বনাথের পাশেই থেকেছেন সতীর্থরা।

আরও পড়ুন:


বিদেশি যে টিভি চ্যানেলগুলো সম্প্রচারের নির্দেশ

আজকের দিনটি আমাদের জন্য ঈদের দিনের মতো: ঢাবি উপাচার্য

সুনামগঞ্জে তৈয়বুর হত্যা: একজনের মৃত্যুদণ্ড

আরও ২৩ মৃত্যু


ফরোয়ার্ড লাইনে এদিন উজ্জ্বল ছিলেন মতিন। চান পারবর্তী ম্যাচগুলোতে পারফরমেন্স এর ধারাবাহিকতা।

৭ অক্টোবর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর