হাজতে সাধারণ খাবারই বরাদ্দ শাহরুখপুত্র আরিয়ানের জন্য

হাজতে সাধারণ খাবারই বরাদ্দ শাহরুখপুত্র আরিয়ানের জন্য

অনলাইন ডেস্ক

একরাতেই পাল্টে গেলো জীবন-চিত্র। মাদককাণ্ডে জড়িয়ে এখন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (এনসিবি) নিজস্ব জেলের চার দেয়ালে দিন কাটছে বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের। শনিবার (২ অক্টোবর) রাতে আটক হন তিনি। পরদিন অর্থ্যাৎ রোববার (৩ অক্টোবর) দিনভর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

দীর্ঘ ১৬ ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষে এনসিবি তাকে গ্রেপ্তার দেখায়। আপাতত আগামী ৭ অক্টোবর পর্যন্ত এনসিবির হেফাজতেই থাকতে হবে তাকে।

কলকাতার প্রভাবশালী দৈনিক আনন্দবাজার পত্রিকা বলছে, শাহরুখ খানের ছেলে হিসেবে বিশেষ কোনও আয়োজন বরাদ্দ নয় আরিয়ানের জন্য। আর পাঁচ জন অভিযুক্তের মতোই রাখা হয়েছে তাকে।

এনসিবির মেসে তৈরি সাধারণ খাবার খাচ্ছেন বলিউডের ‘বাদশা’-র পুত্র। বাড়ি থেকে খাবার আনাতে চাই আদালতের বিশেষ অনুমতি। আপাতত তাই বাকি অভিযুক্তদের সঙ্গে সাদামাঠা খাবারই খাচ্ছেন আরিয়ান।  

আরও পড়ুন:


‘বিদেশে পলাতক’ কনক সারোয়ারের বোন নুসরাত আটক

সূরা ফাতিহার বাংলা উচ্চারণ ও অর্থ

শুভ মহালয়া আজ


ভারতীয় এই সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে বলছে, এনসিবি সূত্রে জানা গেছে, তদন্তে সাহায্য করছেন শাহরুখপুত্র। সব প্রশ্নেরই উত্তর দিচ্ছেন। যা করেছেন, তার জন্য অনুশোচনাও প্রকাশ করেছেন।

news24bd.tv নাজিম