দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে ১০ কোটি টাকার স্বর্ণ জব্দ

দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে ১০ কোটি টাকার স্বর্ণ জব্দ

অনলাইন ডেস্ক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজের ভেতর থেকে প্রায় ১৪ কেজি ওজনের ১২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল।

গতকাল রাত ৯টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে স্বর্ণের বার গুলো জব্দ করা হয়। স্বর্ণের বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা।

শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

আরও পড়ুন:


‘বিদেশে পলাতক’ কনক সারোয়ারের বোন নুসরাত আটক

সূরা ফাতিহার বাংলা উচ্চারণ ও অর্থ

শুভ মহালয়া আজ


আজ সকাল ১১টায় বিমানবন্দরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে।

news24bd.tv নাজিম