কয়েক ঘণ্টার ফেসবুক বিভ্রাট, সাবেক কর্মী যে অভিযোগ করলেন

কয়েক ঘণ্টার ফেসবুক বিভ্রাট, সাবেক কর্মী যে অভিযোগ করলেন

অনলাইন ডেস্ক

কয়েক ঘণ্টার ফেসবুক বিভ্রাটের ঘটনার একদিনের মাথাতেই এবার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন ফেসবুকের সাবেক কর্মী ফ্রান্সেস হাউগেন। সামাজিক এই যোগাযোগ মাধ্যমটি শিশুদের ক্ষতি এবং গণতন্ত্রকে দুর্বল করে তুলছে বলে মঙ্গলবার মার্কিন কংগ্রেসের শুনানিতে অভিযোগ করেছেন তিনি। এপি'র সূত্রে এ তথ্য জানা গেছে।  

এতে আরও বলা হয়েছে, ৩৭ বছর বয়সী এই সাবেক কর্মকর্তা জানান, শুধুমাত্র মুনাফার দিকেই নজর দিচ্ছেন ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ।

প্লাটফর্মটির নীতি নির্ধারকরা জানেন কিভাবে ফেসবুক-ইনস্টাগ্রাম আরও নিরাপদ করা যায়। তবে এ নিয়ে তাদের কোনো মাথা ব্যাথাই নেই। সবকিছু জানার পরেও কোনো পরিবর্তন আনছে না তারা। এ অবস্থায় শুনানিতে মার্কিন আইন প্রণেতাদের ব্যবস্থা নেয়ার আর্জি জানান ফ্রান্সেস।

আরও পড়ুন:


মুসলিম উম্মাহর শ্রেষ্ঠত্বের বৈশিষ্ট্য

৭৫ বিয়ে, ২০০ নারী পাচার, ভারতে বাংলাদেশি যুবক আটক

প্যানডোরা পেপার্স: বিশ্বনেতাদের দুর্নীতির অভিযোগ অস্বীকার

এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমান গ্রেপ্তার


এছাড়া শুনানির দিন ডেমোক্রেট ও রিপাবলিকান আইন প্রণেতাদের দু'পক্ষই ফেসবুকের বিভিন্ন বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। ফেসবুকের পণ্যগুলো সিগেরেটের মতোই আসক্তি বলে মন্তব্য করেছেন অনেকে।  

news24bd.tv রিমু  

এই রকম আরও টপিক