বরিশালে ৩ দফা দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিক্ষোভ

বরিশালে ৩ দফা দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিক্ষোভ

Other

বাজারমুখী শিক্ষার নামে বিজ্ঞান ও গণিত শিক্ষা সংকোচনের জাতীয় শিক্ষাক্রম-২০২০ বাতিল সহ ৩ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে আজ বুধবার সকাল ১১টায় নগরীর সদর রোডের আশ্বিনী কুমার হলের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সহ-সভাপতি হাফিজুর রহমান রফিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রফ্রন্ট নেতা বিজন সিকদার, মিজান সিকদার ও আয়শা আক্তার সহ অন্যান্যরা।  

আরও পড়ুন:


প্রধান শিক্ষককের বিরুদ্ধে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ !

পূর্বশত্রুতার জেরে শরীরে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা!

এবার ফেসবুকের বিরুদ্ধে যে অভিযোগ উঠল

৭৫ বিয়ে, ২০০ নারী পাচার, ভারতে বাংলাদেশি যুবক আটক


সমাবেশে বক্তারা, কোচিং বাণিজ্য বহাল রেখে প্রয়োজনীয় প্রশিক্ষণ ব্যতিরেকে শিক্ষনকালীন মূল্যায়নের নামে শিক্ষকদের হাতে নম্বর রাখা এবং দশম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পর পর ৩টি পাবলিক পরীক্ষা বাতিলের দাবি জানান।

 

news24bd.tv/ কামরুল