রাঙামাটিতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

রাঙামাটিতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

Other

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে রাঙামাটিতে। বুধবার সকালে ‌‘সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন’ এই শ্লোগানকে সামনে রেখে দিবসটি উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

এসময় রাঙামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন, রাঙামাটি সমাজ সেবার উপ পরিচালক মো. ওমর ফারুক উপস্থিত ছিলেন।

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রাষ্ট্রে দ্রুত নাগরিক সেবা প্রদান এবং গ্রহণের জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন আবশ্যক।

সকলের নিবন্ধন সম্পন্ন হলে তাৎক্ষণিক যেকোনো সেবা প্রদান সহজ হবে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষকে জন্ম ও মৃত্যু নিবন্ধনে উৎসাহিত করতে হবে। পাশাপাশি ইউপি চেয়ারম্যান ও ইউপি
সচিবদের সচেতন হতে হবে। শিশু জন্মের পরপরই জন্ম নিবন্ধন নিশ্চিত করতে হবে।

তাহলে সবার জন্য কাজ করতে সুবিধা হবে। এতে করে একজন শিশু রাষ্ট্রের সকল সুবিধা ভোগ করতে পারবে।

আরও পড়ুন


শীর্ষ সাইবার সন্ত্রাসীদের ভয়ংকর অপতৎপরতা

বিএনপি এবার ভুল করবে না: মেজর হাফিজ

পুলিশ-আদালত-সরকার একসাথে নিষ্পেষণ চালাচ্ছে: গয়েশ্বর

সব বিশ্ববিদ্যালয় খুলবে এ মাসেই

লাঠিসোটা লাগবে না, জনস্রোতে সরকারের পতন সম্ভব: নুর


 

তিনি বলেন, উন্নত দেশে পপুলেশন রেজিস্টার থাকে। এই রেজিস্টারে প্রত্যেক সিটিজেনের তথ্য থাকে। আমাদের দেশে এ রকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ প্রচেষ্টার প্রথম ধাপ জন্ম ও মৃত্যু নিবন্ধন।

এসময় সভায় দ্রুত সময়ের মধ্যে জটিলতাকৃত সকল জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধনের জন্য নির্দেশনা প্রদান করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

news24bd.tv/ তৌহিদ

সম্পর্কিত খবর