উচ্চক্ষমতাসম্পন্ন স্যাটেলাইট তৈরি করছে গিলি হোল্ডিং গ্রূপ

উচ্চক্ষমতাসম্পন্ন স্যাটেলাইট তৈরি করছে গিলি হোল্ডিং গ্রূপ

অনলাইন ডেস্ক

এবার স্বচালিত যানবাহনকে পথ দেখাতে উচ্চক্ষমতাসম্পন্ন স্যাটেলাইট তৈরির কাজ শুরু করছে গিলি হোল্ডিং গ্রূপ। এরইমধ্যে ঝেজিয়াং প্রদেশের তাইঝৌ শহরে নিজেদের কারখানায় ব্যাপক হারে উৎপাদন শুরু করেছে চীন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।


আরও পড়ুন:

প্রধান শিক্ষককের বিরুদ্ধে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ !

পূর্বশত্রুতার জেরে শরীরে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা!

এবার ফেসবুকের বিরুদ্ধে যে অভিযোগ উঠল

৭৫ বিয়ে, ২০০ নারী পাচার, ভারতে বাংলাদেশি যুবক আটক

নিক্কি এশিয়া জানায়, গিলির বার্ষিক উৎপাদন লক্ষমাত্রা ৫শ ইউনিট ধরা হয়েছে। তাদের পরিকল্পনা, নিম্ন কক্ষপথে একটি নেটওয়ার্ক তৈরির মাধ্যমে স্বচালিত গাড়িগুলোর সুনির্দিষ অবস্থানের তথ্য পাঠানোর সক্ষমতা তৈরি করা।

এ উপগ্রহ তৈরির মাধ্যমে চীনা বেসামরিক খাতের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি এমন ক্ষেত্রে প্রবেশ করলো, যা দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর অধীনে ছিল।

news24bd.tv/এমি-জান্নাত