দুই দিনের ব্যবধানে আবারও বেড়েছে পিঁয়াজের দাম, ক্ষুব্ধ ক্রেতারা

দুই দিনের ব্যবধানে আবারও বেড়েছে পিঁয়াজের দাম, ক্ষুব্ধ ক্রেতারা

Other

বরিশালের বাজারে দুই দিনের ব্যবধানে আবারও বেড়েছে দেশি এবং বিদেশি পিঁয়াজের দাম। দুই দিন আগে বরিশালের পাইকরী বাজারে ৫০ থেকে ৫২ টাকা দরে বিক্রি হওয়া পিঁয়াজ আজ বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬২ টাকা কেজি দরে। কোন যৌক্তিক কারন ছাড়াই হঠাৎ পিঁয়াজের দাম বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা।  

এদিকে ব্যবসায়ীরা বলছেন, পিয়াজের আমদানী কম হওয়ায় মূল্য বেড়েছে।

তারা কেনা মূল্যের সাথে সামান্য লাভ রেখে পিঁয়াজ বিক্রি করছেন মাত্র।  

আজ বুধবার দুপুরে বরিশালের পিয়াজ-রসুন-আলুর বৃহত্তম বাজার নগরীর পিঁয়াজপট্টি গিয়ে দেখা গেছে, দেশী পিঁয়াজ পাইকারী বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে এবং আমদানীকৃত পিঁয়াজ বিক্রি হচ্ছে ৫৮ টাকা দরে। খুচরা পর্যায়ে দেশি পিঁয়াজ ৭০ টাকা এবং এলসি পিঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ টাকা কেজি দরে।  

আরও পড়ুন:


প্রধান শিক্ষককের বিরুদ্ধে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ !

পূর্বশত্রুতার জেরে শরীরে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা!

এবার ফেসবুকের বিরুদ্ধে যে অভিযোগ উঠল

৭৫ বিয়ে, ২০০ নারী পাচার, ভারতে বাংলাদেশি যুবক আটক


হঠাৎ করে পিঁয়াজের মূল্য বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা।

বাজারের দিকে সরকারের কোন নজরদারী না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছেমত নিত্য পণ্যের দাম বাড়াচ্ছে বলে অভিযোগ করেন তারা। বাজার নিয়ন্ত্রণে তারা সরকারকে কঠোর নজরদারী করার দাবি জানিয়েছেন।  

এদিকে আড়তদার ও ব্যবসায়ীরা পিঁয়াজের মূল্য বৃদ্ধির জন্য আমদানীকারকদের দায়ী করেছেন। তারা বলেন, মোকামে দাম বেড়ে যাওয়ায় বরিশালের বাজারেও সব ধরনের পিঁয়াজের দাম বেড়েছে। তারা কেনা মূল্যের সাথে সামান্য লাভ রেখে পিঁয়াজ বিক্রি করছেন বলে জানান।

news24bd.tv/ কামরুল