পানি সংকটে পড়তে পারে ৫শ কোটিরও বেশি মানুষ!

পানি সংকটে পড়তে পারে ৫শ কোটিরও বেশি মানুষ!

অনলাইন ডেস্ক

২০৫০ সাল নাগাদ বিশ্বের ৫শ কোটিরও বেশি মানুষ পানি সংকটে পড়তে পারে বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা। তাদের নতুন একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সাল থেকে বিশ্বের ৩৬০ কোটি মানুষ অন্তত পক্ষে এক মাস পর্যাপ্ত পানির সরবরাহ পায়না।


আরও পড়ুন:

এবার মহাকাশে সিনেমার শুটিং!

উচ্চক্ষমতাসম্পন্ন স্যাটেলাইট তৈরি করছে গিলি হোল্ডিং গ্রূপ

প্রধান শিক্ষককের বিরুদ্ধে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ !

পূর্বশত্রুতার জেরে শরীরে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা!


বিশ্ব আবহাওয়া সংস্থার প্রধান পিট্টিরি তালাস বলেন, গেল ২০ বছর ধরে ভুপৃষ্টে তুষার ও বরফে সঞ্চিত পানির স্তর প্রতি বছরে এক সেন্টিমিটার হারে কমে এসেছে। অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডে কমেছে সবচেয়ে বেশি।

তবে অনেক জনবহুল নিম্নভূমির যেসব এলাকায় ঐতিহ্যগতভাবে পানি সরবরাহ হতো সেসব এলাকায় উল্লেখযোগ্য হারে কমেছে পানির পরিমান। সংস্থাটি আরও জানিয়েছে, পানির নিরাপত্তার জন্য বড়ধরণের প্রভাব রয়েছে, কারণ মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ পানি ব্যবহারযোগ্য এবং মিষ্টি পানি পাওয়া যায় পৃথিবীতে।

 news24bd.tv/এমি-জান্নাত