খুলছে কর্ণফুলি টানেলের দ্বিতীয় মুখ, গুরুত্বপূর্ণ ৯ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন

Other

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে রিজার্ভ থেকে ঋণ নেয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক বৈঠকে এ নির্দেশনা দেন। পরে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী জানান, কর্নফুলি নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় মুখ খুলে দেয়া হবে আগামী শুক্রবার।  

দেশের প্রথম স্বপ্নের টানেল।

চট্টগ্রামের কর্নফুলি নদীর ৪৫ মিটার তলদেশ দিয়ে নির্মিত বঙ্গবন্ধুর নামে এ টানেলের দ্বিতীয় মুখও খুলে দেয়া হবে আগামী শুক্রবার। চট্টগ্রাম নগরীর পতেঙ্গা ও দক্ষিণের আনোয়ারা প্রান্তকে যুক্ত করা এ টানেলের দ্বিতীয় মুখ নির্ধারিত সময়ের প্রায় আড়াই মাস আগেই খুলে দেয়া হচ্ছে। একনেক বৈঠক শেষে সংবাদ সম্মেলনের শুরুতেই এ সুখবর দেন পরিকল্পনামন্ত্রী।  

আরও পড়ুন:


প্রধান শিক্ষককের বিরুদ্ধে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ !

মালামাল লুট করে বিধবা নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৪

ঠাকুরগাঁওয়ে স্বামীর হাতে স্ত্রী খুন, থানায় আত্মসমর্পণ

অনলাইন ঘৃণ্য বক্তব্য, উদ্দেশ্যমূলক তথ্য-বিভ্রান্তির বিরুদ্ধে পদক্ষেপ চায় বাংলাদেশ


প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মোট ৯ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন মিলেছে।

যেখানে ব্যয় হবে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা। বৈঠকে প্রকল্প বাস্তবায়নে ধীরগতির প্রশ্নে প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশনা তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী। বৈদিশিক ঋণ পেতে অসুবিধা হলে দেশের রিজার্ভ থেকে ঋণ নেয়ার পরামর্শও দেন সরকার প্রধান।  

এছাড়া দেশের কৃষি উন্নয়নে নতুন দুটি কৃষি ইনস্টিটিউট স্থাপনে ৩৫৬ কোটি টাকা ব্যয়ের প্রকল্পও অনুমোদন দিয়েছে একনেক।  

news24bd.tv/ কামরুল